ব্যবহারের শর্তাবলী ও নীতিমালা
ঢাকা ওয়াক এ আপনাকে স্বাগতম। এই পেজ এ উল্লিখিত শর্তাবলী ও নীতিমালা অনুযায়ী ঢাকা ওয়াক এর ওয়েবসাইট এ ব্রাউজার এবং মোবাইল এর মাধ্যমে আপনাকে প্রবেশ এর সুযোগ দেয়। ব্যবহারকারী স্বইচ্ছায় নিন্মবর্ণিত শর্তাবলী ও নীতিমালা অনুযায়ী ঢাকা ওয়াক এর সাথে সংযুক্ত হতে পারেন।
(ক) ব্যবহারের শর্তাবলী:
(ক-১) ওয়েবসাইটটি ঢাকা ওয়াক দ্বারা পরিচালিত। ঢাকা ওয়াক একটি ব্যক্তিগত উদ্যোগ।
(ক-২) এই ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট এর লিংক থাকতে পারে, যা ঢাকা ওয়াক দ্বারা পরিচালিত নয় এবং ঐ সকল ওয়েবসাইট এর মাধ্যমে আপনার দ্বারা সৃষ্ট কোন প্রকার ক্ষতির জন্য ঢাকা ওয়াক কোনো দায়বদ্ধ থাকে না ।
(ক-৩) ঢাকা ওয়াক যে কোন শর্ত এবং নীতিমালা সংশোধন অথবা পরিবর্তন এর অধিকার রাখে। যেকোনো পরিবর্তন ওয়েবসাইট এ প্রকাশ এর মাধ্যমে কার্যকর করা হয়।
(ক-৪) ব্যবহারকারী ইচ্ছা করলে ঢাকা ওয়াক ব্যবহার বন্ধ করতে পারেন এবং আপনার নির্দিষ্ট একাউন্ট (যদি থাকে) বন্ধ করার অনুরোধ রাখতে পারেন।
(ক-৫) আমাদের কোন এজেন্ট নেই। তারপরও যদি আমাদের নাম ব্যবহার করার বৈধ অনুমতি ব্যতিত অন্যকোন পক্ষ দ্বারা যেকোনো প্রকার ক্ষতি বা প্রতারিত হলে তার সম্পূর্ণ দ্বায়ভার আমরা বহন করবো না।
(ক-৬) আমাদের কোন গাইড যদি পৃথক খরচ দাবি করে তাহলে আপনি সাথে সাথে তার বিরুদ্ধে আমাদের নিকট অভিযোগ করতে পারবেন।
নীতিমালা
সার্ভিস সম্পর্কিত কোনো অভিযোগের জন্য আমাদের সাথে সরাসরি ইমেইল, ফেসবুক. ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আপনার অভিযোগটি সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে আমরা ফোনে সক্রিয় পেতে চাই। আপনার যোগাযোগে দেওয়া নম্বরটি সক্রিয় না থাকলে বিকল্প কোনো নম্বর সক্রিয় থাকতে হবে। ১৫ কার্যদিবসের মধ্যে আপনার অভিযোগটি নিস্পত্তি করার চেষ্টা করা হবে এবং আপনাকে ফোনে অথবা ইমেইলে জানিয়ে দেয়া হবে।